০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাঁথিয়ায় বিষধর সাপের ছোবলে বৃদ্ধের মৃত্যু

সাঁথিয়ায় বিষধর সাপের ছোবলে বৃদ্ধের মৃত্যু - নয়া দিগন্ত

জালে পেঁচানো বিষধর সাপের কামড়ে পাবনার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে উপজেলার শামুকজানি গ্রামে এ ঘটনা ঘটে।

জাহেদ আলী খাঁ ওই গ্রামের মরহুম আবেদ আলী খাঁর ছেলে।

জাহেদের ভাগিনা ইলিয়াস খান জানান, বুধবার সন্ধায় বাড়ির পাশে খড়ার জাল উঠাতে গিয়ে তাতে পেঁচানো সাপে কামড় দেয় জাহেদ আলীকে। পরে বাড়ি ফিরে ঘটনাটি জানালে তাকে পার্শ্ববতী বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের পাচুড়ে গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে কবিরাজ বিষ নামিয়ে দিলে বাড়ি ফেরেন তিনি। পরে রাত ৩টার দিকে হঠাৎ তার খারাপ লাগার কথা জানালে পরিবারের লোকজন তাকে অন্য এক কবিরাজের কাছে নিয়ে যায়। সে অপারগতা প্রকাশ করলে তাকে বেড়া হাসপাতালে নেয় হয়। সেখান থেকে তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। পাবনা নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

বেড়া হাসপাতালের আরএমও মাহমুদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষাক্ত সাপের ছোবলের লক্ষ্মণ দেখেই রোগীকে আমি তাৎক্ষণিক পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম।’


আরো সংবাদ



premium cement