২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ শুল্ক কমিয়েছে ভারত

চাল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ শুল্ক কমিয়েছে ভারত - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ ১৪ মাস পর চাল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ রফতানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে ভারত সরকার। শুক্রবার এক নোটিফিকেশনের মধ্যে বিষয়টি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। পরে সেই বিষয়টি ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশী ব্যবসায়ীদের জানিয়েছেন।

চাল আমদানি শুরু হলে দেশের বাজারে এর দাম কমে আসবে বলেও মনে করেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত সরকার চাল রফতানিতে নিষধাজ্ঞা প্রত্যাহার ও রফতানি শুল্ক কমিয়ে আনায় দেশের বাজার অনুযায়ী চাল আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে আমাদের দেশে চাল আমদানি উন্মুক্ত নয়। সরকারের অনুমোদন নিয়ে চাল আমদানি করতে হয়।

দেশের সরকারের পক্ষ থেকে চালের আমদানি শুল্ক কমিয়ে আনলে এবং আমদানি উন্মুক্ত করে দিলে চালের আমদানি যেমন শুরু হবে, তেমনি চালের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

উল্লেখ্য, চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত বছরের জুলাই মাসে চাল রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। সেই সাথে চালের উপর রফতানি শুল্ক ২০ ভাগ আরোপ করে রেখেছিল তারা।


আরো সংবাদ



premium cement