বাগাতিপাড়ায় বিক্ষোভ-মিছিল
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯, আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২
নাটোরের বাগাতিপাড়ায় ভারতের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা ও ধর্মগুরু কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে মুসুল্লিরা।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা চত্বরের বিভিন্ন মসজিদের মুসুল্লিরা তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। বিক্ষোভ-মিছিলটি মালঞ্চি রেলগেট এলাকা থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে রেলগেটের পূর্বপাশে তারা এক সমাবেশ করেন।
সমাবেশে পেড়াবাড়িয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা একেএম আফজাল হোসেন, লক্ষণহাটী মসজিদের পেশ ইমাম মওলানা গোলাম সারওয়ার।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং কটুক্তিকারী ভারতের বিজেপি নেতা ও ধর্মগুরুর বিচার দাবি করেন।
শেষে তমালতলা মসজিদের পেশ ইমাম মওলানা আহাদ আলী মোনাজাত পরিচালনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা