২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে মহানবীকে সা: কটূক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

বিশ্ব নবী হযরত মুহাম্মদকে সা: নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপি নেতা নীতেশ রানের সমর্থনের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শহরের সাতমাথায় বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর নবী হোসেন, বেলাল হোসেন, রাহাত, সাগর, আসাদুজ্জামান, ফজলে রাব্বি, মারুফ, মোমিনুল, আবু সায়েম, হৃদয়, পাপন প্রমুখ।

এ সময় তারা বলেন, ‘রাসুল সা: আমাদের আদর্শ। তাই তাকে অবমাননা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদকে সা:-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।’

এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রাসূলকে সা:-কে কটূক্তি করায় ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা, ‘রাসুলকে সা:-কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করা হয়।’


আরো সংবাদ



premium cement