২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু - প্রতীকী

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে দু’জন এবং বালিয়াডাঙ্গি উপজেলায় অপর আরেকজনের মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলালউদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৯) এবং বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান।

আহতরা হলেন গড়েয়া গোপালপুর গ্রামের ফারুখ হোসেন, একই গ্রামের ফজিলা বেগম এবং ফরিদ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুদের সাথে নিয়ে নদীতে গোসল করতে নামলে বজ্রপাতে মৃত্যু হয় মনির ও আরিফুলের। ওই সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

শুখানপুকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিনুর রহমান বজ্রপাতে দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া বালিয়াডাঙ্গীর আতাউর রহমানকে হাসপাতালে আনার নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রকিকুল আলম।


আরো সংবাদ



premium cement