২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজশাহীতে সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে বিক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনসুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্বজনেরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজশাহী কোর্ট এলাকায় মনসুর রহমান ও তার সাথে থাকা অন্য আসামিদের পরিবার ও স্বজনেরা এ বিক্ষোভ করেন। এ সময় স্থানীয়রাও এতে অংশ নেন।

বিক্ষোভে বক্তারা বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে বিএনপি নেতা মনসুর রহমানসহ অন্যদের আসামি করা হয়। মিথ্যা মামলায় তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী ষড়যন্ত্র করে এ মামলায় তাদের আসামি করেছেন। তাই তাদেরকে দ্রুত মুক্তির দিতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালের ২৮ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রজব আলীর ভাই ও আইনজীবী শাহেন শাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২১ সালের ৮ ডিসেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। এতে সাবেক কাউন্সিলর মনসুর রহমানসহ নয় জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।


আরো সংবাদ



premium cement