৬০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ভিভো ওয়াই-২৮
- প্রযুক্তি ডেস্ক
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
একবার ফুল চার্জে ২৪ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা দিচ্ছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই-২৮। এতে থাকা ৪৪ ওয়াটের চার্জার, ছয় হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, স্মার্ট চার্জিং ইঞ্জিন ২.০ এবং ২৪ ডায়মেনশন সিকিউরিটি প্রোটেকশন থাকায় দ্রুত চার্জের নিশ্চয়তা থাকছে স্মার্টফোনটিতে।
দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ছয় জিবি র্যামের সাথে ছয় জিবি অতিরিক্ত র্যামসহ ১২৮ জিবি স্টোরেজের ওয়াই-২৮ এর দাম ২০ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে আট জিবি র্যামের সাথে আট জিবি অতিরিক্ত র্যামসহ ২৫৬ জিবি স্টোরেজের ওয়াই-২৮ এর দাম ২৫ হাজার ৯৯৯ টাকা।
ফোনটির ডিসপ্লে রেজ্যুলেশন ১৬০৮ী৭২০ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস থাকছে ১০০০ নিটস। হালকা ওজনের (১৯৯ গ্রাম) সিঙ্গেল হ্যান্ড ইউজার-ফ্রেন্ডলি স্মার্টফোন এটি। এর ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অভিজাত লুক ও দুর্দান্ত পারফরম্যান্সের যুগোপযোগী সমন্বয় ঘটেছে স্মার্টফোনটিতে। এর ব্যাকসাইডে আছে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইনের চারপাশে থ্রিডি ডায়মন্ড প্যাটার্নের ফ্যান্টাসি ফ্রেম ও গ্লোয়িং আউটলুক। এগেট গ্রিন ও গ্লিমিং অরেঞ্জ- এ দু’টি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ভিভো ওয়াই-২৮ এর ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ও অরা স্ক্রিন লাইটের সাথে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ফটোগ্রাফি হবে ঝকঝকে ও নিখুঁত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা