জিপির স্মার্ট উদ্যোক্তা : গ্রাম থেকে বিলিয়ন ডলারের স্টার্টআপের প্রত্যাশা
- প্রযুক্তি ডেস্ক
- ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
সাহস, অনুপ্রেরণা ও সুযোগ থাকলেই স্মার্ট উদ্যোক্তা হওয়া যায়। এ কারণেই মধ্যপ্রাচ্যে ট্রিলয়ন ডলারের কোম্পানি থাকলেও সেখানে স্টার্টআপ সংস্কৃতি গড়ে ওঠেনি। এই তিন সুযোগ থাকার কারণেই সরকার, বেসরকারি উদ্যোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ৫০ বিলিয়ন ডলারের স্টার্টআপ খাত গড়ে উঠবে। দেশেই আজকের ৫০টি স্টার্টআপ মিলিয়ন ডলারের কোম্পানি গড়ে উঠবে। তবে এই উন্নয়ন ইনক্লুসিভ স্মার্ট বাংলাদেশ থেকে গ্রামীণ ফোন স্টার্টআপ এক্সিলেটরের ৯ম বছরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’দের আগামী বছর জুনে আইডিয়া প্রকল্প থেকে ৬৪ জেলার স্মার্ট উদ্যোক্তাদের ১০ লাখ করে অনুদান দেয়া হবে। এছাড়াও স্টার্টআপ বাংলাদেশ থেকে প্রতি রাউন্ডে পাঁচ কোটি টাকার বিনিয়োগ করা হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্রামীণ ফোনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্মার্ট উদ্যোক্তা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্র“তি দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ৩৩ জন মেন্টরকে ঢাকার বাইরে থেকে আগামী ৫ বছরের মধ্যে অন্তত একটি বিলিয়ন ডলারের স্টার্টআপ কোম্পানিতে পরিণত করার আহ্বান জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা