নিউ ইয়র্কের সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ
- প্রযুক্তি ডেস্ক
- ১৯ আগস্ট ২০২৩, ০০:০৫
১৫ কোটিরও বেশি আমেরিকান টিকটক ব্যবহার করেন। চীনা টেক জায়ান্ট বাইটড্যান্স মারিকানাধীন অ্যাপটির ওপর চীনা সরকারের সম্ভাব্য প্রভাবের প্রতি সতর্কতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রজুড়ে অ্যাপটি নিষিদ্ধ করতে ক্রমাগত দাবি জানিয়ে আসছেন দেশটির আইন প্রণেতারা। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ। আর আগেও বেশ কিছু মার্কিন শহর এবং অঙ্গরাজ্য একই রকম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এই শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপটির ওপর। প্রতিটি ক্ষেত্রেই কারণ হিসাবে উঠে এসেছে নিরাপত্তা ঝুঁকি।
আগামী ৩০ দিনের মধ্যে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ডিভাইস এবং নেটওয়ার্ক থেকে অ্যাপটিকে অপসারণ করতে হবে শহরের সংস্থাগুলোকে যাতে সেগুলোর মাধ্যমে অ্যাপটিতে আর প্রবেশ করতে না পারে কর্মচারীরা। ইতোমধ্যেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্য টিকটককে নিষিদ্ধ করেছে তাদের ইস্যুকৃত মোবাইল ডিভাইসগুলোতে।
এক বিবৃতিতে নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক এডামস জানিয়েছেন, ‘শহরের কারিগরি নেটওয়ার্কের জন্য নিরাপত্তা ঝুঁঁকি হয়ে দাঁড়িয়েছে টিকটক।’
টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কখনোই মার্কিন ব্যবহারকারীদের ডেটা চীন সরকারের কাছে প্রকাশ করেনি এবং কখনো করবেও না। সেই সাথে টিকটক ব্যবহারকারীদের প্রাইভেসি এবং নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।’
এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে এবং সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা টিকটককে ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছেন। গত মার্চে ক্রিস্টোফার বলেন চীন সরকার লাখ লাখ ডিভাইসে সফটওয়্যার নিয়ন্ত্রণে টিকটককে ব্যবহার করতে পারে এবং আমেরিকানদের বিভক্ত করার মতো বক্তব্য ছড়াতে পারে। সেইসঙ্গে তিনি যোগ করেন অ্যাপটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় চরম ঝুঁকি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে টিকটকের নতুন ডাউনলোডে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেন, তবে আদালতের একাধিক রায়ে তা সফল হয়নি।
এরই মধ্যে বেশ কয়েকটি মার্কিন শহর এবং অঙ্গরাজ্য সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে। পুরো মন্টানাজুড়ে অ্যাপটি নিষিদ্ধ করে সম্প্রতি একটি বিল পাস করে অঙ্গরাজ্যটি, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। রয়টার্স এবং ইপসসের করা একটি জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেকের মতো প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক টিকটক নিষিদ্ধকে সমর্থন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা