হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য সুখবর
- প্রযুক্তি ডেস্ক
- ০৬ মে ২০২৩, ০০:০৫
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ শিগগিরই তিনটি নতুন ফিচার নিয়ে আসছে। যার মধ্যে চ্যাট লক নামের প্রথম ফিচারটি ব্যবহারকারীদের আইওএস ডিভাইসে নির্দিষ্ট চ্যাট উইন্ডো লক করতে দেবে। পাশাপাশি মেটা-মালিকাধীন অ্যাপটি, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করার সুবিধার্থে স্ট্যাটাস শেয়ারিং বৈশিষ্ট্যটি পরীক্ষা করছে বলেও জানিয়েছে। এ ছাড়া, বিটা টেস্টাররা ভয়েস ট্রান্সক্রিপশন নামের আরেকটি আসন্ন ফিচারের অ্যাক্সেসও তাদের আইফোনে পেয়ে যাবেন, যা হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস নোট ট্রান্সক্রাইব করতে দেবে।
হোয়াটসঅ্যাপ বিটা ফর আইওএস ২৩.৯.০.৭১ সংস্করণের অধীনে এমন একটি ফিচার লঞ্চ করার পরিকল্পনা করছে ওই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি, যা বিটা টেস্টারদের অতিরিক্ত গোপনীয়তার জন্য চ্যাট লক করার অনুমতি দেবে। এ ক্ষেত্রে একবার চ্যাট লক ফিচার এনাবল করে দেয়া হলে, পুরোনো প্রজন্মের আইফোন মডেলগুলোতে ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে সফল গ্রাহকই চ্যাট উইন্ডো দেখতে পারবেন। একবার কোনো চ্যাট উইন্ডো লক হয়ে গেলে প্রেরকের নাম বা মেসেজ প্রিভিউ হাইড করে দেয়া হবে। একই সাথে নির্বাচিত চ্যাটগুলোতে আসা ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনের ফটো লাইব্রেরিতে সংরক্ষিত হবে না। বিটা টেস্টাররা- চ্যাট ইনফো সেকশনে নিয়ে চ্যাট লক বা লকড চ্যাট নামে একটি নতুন বিভাগ দেখতে পাবেন। এখান থেকেই ওই ফিচারটি এনাবল করা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা