১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপোর নতুন স্মার্টফোন এ-৭৭

-

দেশের বাজারে দুর্দান্ত সব ডিভাইস নিয়ে আসার ধারাবাহিকতায় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো এ-৭৭। প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, দ্রুত ও নিরাপদ ৩৩ ওয়াটের সুপারভুুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, আট জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগসহ আরো অনেক ফিচারের এ-৭৭ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে। দুর্দান্ত এই স্মার্টফোনটি মাত্র ২২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে সারা দেশের অপো স্টোরে। মাত্র আট মিলিমিটার পুরুত্বের প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইনের স্মার্টফোনটি স্মুথ ও দৃষ্টিনন্দন ডিভাইস। চার্জ শেষ হয়ে যাওয়া থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে ডিভাইসটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং। এখানেই শেষ নয়, নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা, ভিডিও ও মুভি দেখার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার। এ ছাড়া চার জিবি র‌্যামের সাথে অতিরিক্ত আরো চার জিবি র‌্যাম যুক্ত করে আট জিবি পর্যন্ত র‌্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।
ডিভাইসটির সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে এই ফোনে আছে হেলিও জি-৩৫ ১২-এনএম (ন্যানোমিটার) চিপসেট। ডিভাইসটির ১৬১২ঢ৭২০ রেজ্যুলুশন ও ওয়াটারড্রপ স্ক্রিনসহ ৬.৫৬ ইঞ্চির ৬০ গিগাহার্জের কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। ফটোপ্রেমীদের জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও দুই মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সাথে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম) থাকায় ব্যবহারকারীরা খুব সহজেই ছবিগুলো স্টোর করে রাখতে পারবেন। এই স্মার্টফোনটি একই দামের (প্রাইস-সেগমেন্ট) বাকি ফোনগুলোর তুলনায় সবচেয়ে বেশি স্টোরেজ সুবিধা দিচ্ছে। সর্বাধুনিক কালার ওএস-১২.১ ও অ্যান্ড্রয়েড ১২ সম্বলিত ডিভাইসটির মাধ্যমে সবচেয়ে সেরা ফিচারগুলো উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অনন্য এই ডিভাইসটি স্কাই ব্লু ও সানসেট অরেঞ্জ এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে।


আরো সংবাদ



premium cement