শরীরের তাপে চার্জ হবে হেলথ ট্র্যাকার
- প্রযুক্তি ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫
কখনোই চার্জহীন হবে না এমন ব্যাটারিওয়ালা পরিধানযোগ্য হেলথ ট্র্যাকার উদ্ভাবনের দাবি করেছে ফরাসি স্টার্টআপ বারাকোডা। প্রতিষ্ঠানটির তৈরি বারাকোডা বিহার্ট নামক হেলথ ট্র্যাকারটি মানব শরীরের গতি ও তাপমাত্রার পাশাপাশি আশপাশের আলো থেকে চার্জ নিতে নিজস্ব এনার্জি হার্ভেস্টিং প্রযুক্তি ব্যবহার করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) প্রযুক্তি মেলায় ডিভাইসটি প্রদর্শন করা হয়েছে। সিইএস আয়োজনে টেকসই বিভাগে সেরা উদ্ভাবনের পুরস্কার জিতে নিয়েছে হেলথ ট্র্যাকারটি।
সাম্প্রতিক বছরগুলোয় শক্তি আহরণ প্রযুক্তি সম্পর্কিত বেশ কিছু সংখ্যক অগ্রগতি অনুসরণ করেছে বিহার্ট। ২০২১ সালে গবেষকরা এমন এক ব্যবস্থা চালু করেন, যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে অসীম জীবনকাল দিয়ে চার্জ ছাড়াই চলার সুবিধা দিয়েছে।
বারাকোডার দাবি, বিহার্ট হেলথ ট্র্যাকার ঝামেলামুক্ত হওয়ায় যারা এখন নিয়মিত ডিভাইস চার্জ দেওয়ার বিরক্তি থেকে বাঁচতে চান, তাদের জন্য সেরা সমাধান হতে পারে।
ডিভাইসটির উৎপাদিত শক্তি বিভিন্ন স্বাস্থ্য তথ্য সংগ্রহ করা সেন্সরগুলোকে ক্ষমতা দেওয়ার জন্যও যথেষ্ট। আইওএস, অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটের বেলাতেও এটি প্রযোজ্য। বারাকোডা জানিয়েছে, এইসব সেন্সর পরিধানকারীর শারীরিক শক্তি, স্বাস্থ্যের অবস্থা, মানসিক সহনশীলতা, কার্যকলাপের স্তর ও ঘুমের মান সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারে। ডিভাইসটি বাজারে আসতে পারে এপ্রিলে। সম্ভাব্য দাম হতে পারে একশ ডলার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা