১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কয়েক ঘণ্টার বিভ্রাটে টুইটার

-

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর এটি সবচেয়ে বড় ধরনের বিভ্রাট ঘটেছে। কয়েক ঘণ্টার বিভ্রাট শেষে প্ল্যাটফর্মটি স্বাভাবিক সেবায় ফিরেছে। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। গত বুধবার অনেকেই জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারছিল না বা বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছিল। ডেস্কটপ কম্পিউটারে টুইটার ব্যবহারকারীরা মূলত সমস্যায় পড়েছে বলে জানিয়েছে ডাউনডিটেক্টর। তবে মোবাইল ফোনেও সমস্যার কথা জানিয়েছে কিছু ব্যবহারকারী।
বুধবার সন্ধ্যার দিকে বিভ্রাটে পড়ে টুইটার।
ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম সন্ধ্যা ৭টায় এ সমস্যা শুরু হয়। এ ব্যাপারে টুইটারের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। ঘণ্টা তিনেক আগে এক টুইটে ব্যাকঅ্যান্ড সার্ভার চালুর ঘোষণা দিলেও বিভ্রাট সম্পর্কে তেমন কিছুই বলেননি মাস্ক; বরং তিনি ঘোষণা দেন, সামনের দিনগুলোয় টুইটার আরো দ্রুততর হতে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement