১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইডিজিই প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির মধ্যে সমঝোতা চুক্তি

-

দেশের আইটি কোম্পানিগুলোর চাকরিতে নিয়োগদানের পর ২০ হাজার তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবোটিক্স, ব্লকচেইনের মতো বিকাশমান প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশে সরকার চালু করেছে উচ্চতর প্রশিক্ষণ। কোম্পানি কর্তৃক বিকাশমান প্রযুক্তিতে জনবলের চাহিদা অনুযায়ী চাকরিতে নিয়োগদানের পর এই প্রশিক্ষণে আর্থিক সহায়তা দেবে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প। এ প্রশিক্ষণের বাস্তবায়নের পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিয়ে সম্প্রতি বিশ্বব্যাংকের অর্থায়িত ইডিজিই প্রকল্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ইডিজিই প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং আইআইটির পরিচালক ড. মোহাম্মদ শফিউল ইসলাম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও ইডিজিই প্রকল্পের উপদেষ্টা সামি আহমেদ, আইআইটির অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ইডিজিই উপপ্রকল্প পরিচালক মো: সাইফুল আলম খান, ডিজিটাল লিডারশিপ একাডেমির টিম লিডার ড. মাহফুজ শামীম এ সময় উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement