অ্যাডিডাসের হেডফোন চলবে সৌরশক্তিতে
- প্রযুক্তি ডেস্ক
- ২০ আগস্ট ২০২২, ০০:০৫
ইউরোপের সবচেয়ে বড় স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস সৌরশক্তি-নির্ভর হেডফোন বাজারে আনার পরিকল্পনা করেছে। অন্ধকারে টানা ৮০ ঘণ্টা চলবে; আর সূর্যের আলোতে ডিভাইসটি চলবে অনির্দিষ্টকাল। নতুন ‘আরপিটি-০২ সোল’ ব্লুটুথ হেডফোনগুলোর দাম হবে ২৩০ ডলার। নিজের সোলার সেল রিচার্জ করার সক্ষমতা আছে হেডফোনটির।
সোলার সেল নির্মাতা এক্সেজারের ‘পাওয়ারফয়েল’ সোলার সেল ব্যবহার করা হয়েছে হেডফোনটিতে। এর প্লাস্টিকের অংশগুলো নির্মাণ করা হয়েছে রিসাইকেল করা প্লাস্টিক ব্যবহার করে।
আডিডাস আসন্ন হেডফোনে ‘অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন’ প্রযুক্তি রেখেছে কি না, সে বিষয়টি স্পষ্ট নয়। তবে, আরবানিস্তার হেডফোনে এই ফিচারটি আছে। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে একটি মাইক্রোফোন, বিকল্প চার্জিং ফিচার হিসেবে আছে ইউএসবি-সি পোর্ট। এ ছাড়াও, আইপিএক্স-৪ মানের পানি প্রতিরোধী সক্ষমতা আছে ডিভাইসটির। অর্থাৎ, ভারী বৃষ্টিতেও ব্যবহার করা যাবে ডিভাইসটি; কিন্তু পানিতে পুরোপুরি ডুবিয়ে রাখা যাবে না।
নির্মাতা প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিশ্র“তি দিলেও বাস্তব জীবনে হেডফোনটি পারফরম্যান্স কেমন হবে জানতে অপেক্ষা করতে হবে ক্রেতাদের অভিজ্ঞতা জানার জন্য। তবে, একটি ডিভাইস বারবার চার্জে দেয়া নিয়ে ভাবতে না হলে, ক্রেতা ও ব্যবহারকারীদের কাছে পণ্যটির গ্রহণযোগ্যতা বাড়বে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা