শুরু হলো আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড
- প্রযুক্তি ডেস্ক
- ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের ৯০০ জন শিক্ষার্থী, দলনেতা ও পর্যবেক্ষক নিয়ে আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠেছে ১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের। এবারের হাইব্রিড পদ্ধতির অলিম্পিয়াডের প্রত্যেকটি অংশগ্রহণকারী দেশ তাদের নিজ নিজ দেশ থেকে অলিম্পিয়াডে অংশ নেবে। কিন্তু পরীক্ষা, মূল্যায়ন ও ফলাফল সব কিছু অনলাইনে নিয়ন্ত্রণ করবে আয়োজক দেশ আরব আমিরাত।
বাংলাদেশে এই অলিম্পিয়াডের সব কিছু ব্যবস্থাপনা করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। করোনা অতিমারীর কারণে এক বছর বিরতি দিয়ে আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব-১৬ শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক এই অলিম্পিয়াড। আগামী ২০ ডিসেম্বর ফলাফল ঘোষণার মাধ্যমে পর্দা নামবে এই আয়োজনের।
এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে খুলনা জিলা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী এস এম আবদুল ফাত্তাহ ও কাজী নাদিদ হোসেন, একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী স্বাধীন রায়, বরিশাল ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষার্থী মুহতাসিন আল ক্বাফি, ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী অম্লান দে অভিক এবং আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আবদুর রহমান।
এ ছাড়া আইজেএসও বাংলাদেশ দলের প্রধান দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান, পর্যবেক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌতম পাল এবং শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদা আক্তার ও রেজাউল ইসলাম।
২০১৫ সাল থেকে দেশে নিয়মিত এটি আয়োজিত হয়ে আসছে। এ বছর চলছে সপ্তম আয়োজন। করোনা অতিমারীর মধ্যে গত জুলাই মাস থেকে অনলাইনে এই আয়োজনের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রচারণার পর অনলাইন আঞ্চলিক পর্ব, জাতীয় পর্ব ও ক্যাম্প আয়োজনের পর নির্বাচন করা হয়েছে দেশসেরা ৬ জন শিক্ষার্থীকে।
আইজেএসও-র বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.ijso.ae ওয়েবসাইটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা