১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আসুসের নতুন ল্যাপটপ

-

আসুস ভিভোবুক ১৪ নামে বাজারে নতুন ল্যাপটপ এনেছে। দুটি প্রসেসরে এ ল্যাপটপটি পাওয়া যাবে। আসুস ভিভোবুক প্রো ১৪-তে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ টেন হোম। এতে ১৪ ইঞ্চির ওলেড এইচডিআর ডিসপ্লে আছে, যা এ রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ১৬ : ১০। এ ছাড়া এতে শতভাগ ডিসিআই পিথ্রি কভারেজ, টেনবিট কালার, ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০০০০০ : ১ কন্ট্রাস্ট রেশিও রয়েছে।
ভিভোবুক প্রোতে এএমডির রাইজেন ফাইভ পাঁচ হাজার ৬০০ এইচ অথবা রাইজেন সেভেন পাঁচ হাজার ৮০০ এইচ প্রসেসর ব্যবহার করা যাবে, যাদের সাথে এএমডির র্যাডিওন গ্রাফিক্স রয়েছে। নোটবুকে ৩২০০ মেগাহার্টজের ১৬ জিবি ডিডিআরফোর র্যাম এবং ৫১২ জিবি পিসিআইএ জেনথ্রিএক্স এনভিএমএ এম.২ এসএসডি স্টোরেজ আছে।

 


আরো সংবাদ



premium cement