১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিঙ্গাপুরে ভাসমান অ্যাপল স্টোর

-

প্রথমবারের মতো ভাসমান স্টোর খুলতে যাচ্ছে অ্যাপল। টুইটারে টিজার ভিডিও প্রকাশ করে অ্যাপল জানিয়েছে শিগগিরই স্টারটি চালু হবে। এই অ্যাপল স্টোর তৈরি করা হয়েছে গ্লাস প্যানেল দিয়ে। ফলে দিনের বেলায় সূর্যের আলোতে উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিফলন এতে দেখা যাবে। রাতের বেলা এতে দেখা যাবে রঙিন আলো। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস রিসোর্টের পাশে নির্মিত গোলাকৃতির স্টোরটিতে ব্রিজ দিয়ে প্রবেশ করা যাবে। এ ছাড়াও, পার্শ্ববর্তী শপিংমল থেকে আন্ডারওয়াটার টানেলের মাধ্যমে সরাসরি এই স্টোরে যাওয়া যাবে। এটি সিঙ্গাপুরের তৃতীয় অ্যাপল স্টোর। এর আগে ২০১৭ সালে শপিংমলে ও ২০১৯ সালে এয়ারপোর্টে অ্যাপল স্টোর তৈরি করা হয়। সারা বিশ্বের মধ্যে এটি অ্যাপলের ৫১২তম স্টোর।
মহামারীর কারণে বেশির ভাগ কোম্পানিই ব্যয় কমানোর দিকে ঝুঁঁকছে। তবে অ্যাপল এই দলে নেই।

 


আরো সংবাদ



premium cement