১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুই বছরে দেশের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের একটি শাওমি

-

২০১৮ সালের ১৭ জুলাই শাওমি বাংলাদেশ কার্যক্রম শুরু করে। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি শাওমির পথচলা মাত্র দুই বছর হলো। এই স্বল্প সময়ের মধ্যে শাওমি দেশের বহুমুখী বাজারকে লক্ষ্য করে গ্রাহকদের জন্য বিভিন্ন দামের স্মার্ট ডিভাইস বাজারে এনেছে। বাংলাদেশে শাওমির পথচলার নানাবিধ প্রশ্ন নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীর সাথে কথা বলেছেন আহমেদ ইফতেখার

প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশের বাজারে মাত্র দুই বছরে শাওমি কিভাবে অন্যদের থেকে আলাদা হতে পেরেছে?
জিয়া : বাংলাদেশের বাজারে অফিসিয়ালি শাওমির পথচলা প্রায় দুই বছর হতে চলল। এই সময়ের মধ্যে আমরা দেশের বহুমুখী বাজারকে বোঝার চেষ্টা করেছি, গ্রাহকদের বিভিন্ন দামের পণ্যের চাহিদা সম্পর্কে জানতে চেষ্টা করি। বাংলাদেশের স্মার্টফোনের বাজার খুব প্রতিযোগিতাপূর্ণ। খুব কম মুনাফা করে আমরা গ্রাহকদের একটা ভালো স্পেসিফিকেশনের স্মার্টফোন পৌঁছে দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছি।
আমাদের সব ধরনের ডিভাইস দেশব্যাপী আমাদের রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। আড়াই শতাধিক অথোরাইজপ মি স্টোর, ৫০টি মি পার্টনার স্টোর, ৩০০০ এর অধিক রিটেইল এবং আমাদের অফিসিয়াল অনলাইন পার্টনার দারাজ এবং পিকাবুর মাধ্যমে অফিসিয়াল পণ্য ক্রেতা গ্রাহকদের হাতে পৌঁছাতে কাজ করছে।
রেড কোয়ান্টার রিপোর্ট অনুযায়ী, দেশে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে শাওমি সবচেয়ে ভালো বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। আমরা এর জন্য গর্বিত যে, আমরা শুধু ভালো পণ্যই সরবরাহ করছি না। পাশাপাশি শাওমি ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের একটা ভালো এক্সপেরিয়েন্স দিতে পারছে। বর্তমানে দেশব্যাপী আমাদের ১৪টি স্মার্টফোন সার্ভিস সেন্টার এবং ৪০টি কালেকশন পয়েন্ট আছে।
শাওমি বাংলাদেশ দুই লাখের বেশি ফ্যান নিয়ে মি ফ্যান কমিউনিটি দেশে সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড কমিউনিটি। মি ফ্যানদের ভালোবাসায় আমরা প্রতিনিয়তই নতুন প্রযুক্তিপণ্য ও সেবা নিয়ে কাজ করছি। এ সবকিছু মিলিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে দেশের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে একটি হিসেবে স্থান করে নিতে পেরেছি।

বাংলাদেশের গ্রাহকদের জন্য গত দুই বছরে শাওমি ডিভাইস কি নতুনত্ব এনেছে?
জিয়া : শাওমি সবসময় স্বল্পমূল্যে ভালোমানের পণ্য দিতে কাজ করে যাচ্ছে। গত দুই বছরে শাওমি দেশে নতুন বেশ কয়েক ক্যাটেগরির পণ্য এনেছে। দেশে স্মার্টফোনে বেশকিছু নতুন প্রযুক্তি উদ্ভাবন আনার পথিকৃৎও শাওমি। এর মধ্যে গত বছর রেডমি নোট ৮ প্রো দিয়ে বাংলাদেশের বাজারে শাওমি প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের পরিচয় করায়। ক্যামেরা গ্রাহকদের চাহিদা এবং আকর্ষণের অন্যতম হিসেবে সবসময় উপরের দিকে থাকে। শাওমি ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা দিয়ে দেশে প্রথম স্মার্টফোন আনে।
আমরা দেশে প্রথম গরিলা গ্লাস ৫ প্রযুক্তি এবং পি২আই স্প­্যাশ রেজিস্ট্যান্ট নিয়ে এসেছি। সম্প্রতি বাজারে আসা রেডমি নোট ৯ প্রো এবং রেডমি নোট ৯এস মডেলের ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ দেয়া হয়েছে। সামনে রেয়ার এবং পিছনের রেয়ার ক্যামেরা লেন্স এবং রেডমি নোট ৯এস এর ডিসপ্লের সুরক্ষার জন্যও কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। এছাড়াও রেডমি ৯ সিরিজটির সুরক্ষার জন্য দেয়া হয়েছে পি২আই, স্প্ল্যাশ প্রুফ ন্যানো-কর্টিং প্রযুক্তি। এগুলো ফোনগুলোকে যেকোনো দুর্ঘটনাজনিত ক্ষত থেকে রক্ষা করবে; দুর্ঘটনায় পড়ে ফোনের কোণাগুলো ক্ষতিগ্রস্ত যেন না হয় সে ব্যবস্থা রয়েছে।
মানুষের চাহিদার দিকে মনোযোগ দিয়ে আমরা দেশের বাজারে ৫০২০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি দিয়ে প্রথম রেডমি নোট ৯ স্মার্টফোন এনেছি।
শাওমি এরই মধ্যে অডিও ক্যাটেগরিতে স্বল্পমূল্যে বেশ কিছু পণ্য এনেছে, এর মধ্যে মি ট্রু ইয়ারবাডস, মি পকেট স্পিকার ২, মাইকসহ মি ইন এয়ার হেডফোন এবং মি ইয়ারফোন বেসিক।

শাওমি বাংলাদেশে কারখানা স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি?
জিয়া : এই মুহূর্তে শাওমির পণ্যের চাহিদা রয়েছে। আমরা সেই চাহিদা আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে আমদানি করে মেটাতে সক্ষম হচ্ছি। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি দেখি এই চাহিদা দিন দিন অনেক বাড়ছে এবং সেটা কুলিয়ে উঠতে পারছি না তখন আমরা দেশে কারখানা স্থাপন করে উৎপাদন বা সংযোজনের সুবিধা চালু করতে পারি।
বাংলাদেশে শাওমি কোন ধরনের গ্রাহককে টার্গেট করে ডিভাইস আনছে?
জিয়া : শাওমি তরুণদের ব্র্যান্ড এবং তারুণ্যকে উপজীব্য করেই এগিয়ে চলা আমাদের ব্র্যান্ডের প্রাথমিক টার্গেট অডিয়েন্স তরুণরা। গত দুই বছরে আমরা ব্যবহারকারী ও টার্গেট অডিয়েন্সের জন্য অনেক পণ্য এনেছি। আমরা বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন সব পণ্য আনা যার ক্রেতা হবে সব শ্রেণীর। এটা কি বাজেট ফোন কিংবা ফ্ল্যাগশিপ, আপনি যে কোনো রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ফিচারের শাওমি ফোন বাজারে পাবেন। প্রিমিয়াম সেগমেন্টের লক্ষ্য অত্যাধুনিক সব উদ্ভাবন নিয়ে আসা, যেখানে স্বল্প মূল্যে থাকছে টপ সব ফিচার। আমরা এমনভাবে ডিভাইস তৈরি করি যা সময়ের তুলনায় খুব এগিয়ে থাকে। প্রিমিয়াম ডিভাইসগুলোও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন খাতের এখন অনলাইনে রূপান্তর যেমন শিক্ষা, ফিন্যান্স, আইন, ফার্মা থেকে শুরু করে অন্যগুলো যার সবই এখন স্মার্টফোনের ব্যবহারে করা হচ্ছে। এখানে বয়সের কোনো ভেদাভেদ দেখতে পাবেন না। বিনোদন থেকে শুরু করে প্রতিদিনের কাজকর্ম, যা এখনকার সময়ে আমাদের জীবনের একেবারে অংশ হয়ে দাঁড়িয়েছে সবই এর মাধ্যমে হচ্ছে। আমরা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে ভালো করতে পেরে সত্যিই গর্বিত। আমরা সামনের দিনেও তাদের আরও উন্নত ও উদ্ভাবনী পণ্য দিতে চাই।

অবৈধ মোবাইল আমদানি স্থানীয় বাজারকে কী ধরনের অস্থিরতায় ফেলছে? শাওমি কিভাবে এটি মোকাবেলা করছে?
জিয়া : আমাদের জাতীয় দৈনিকের এক হিসাবে অনুযায়ী, দেশে প্রতি বছর অন্তত ২৫ লাখ অবৈধ হ্যান্ডসেট আনা হয়। যা টাকার অংকে তিন হাজার কোটি টাকার বেশি। কিন্তু এসব পণ্যের মান অনেক খারাপ, এমনকি এটি খুব দ্রুত নষ্ট হয় এবং ব্যবহারকারীকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেয়। এমনকি তাদের কোনো ধরনের বিক্রয়োত্তর সেবা দেয়ার ব্যবস্থা থাকে না। ফলে এর যারা ব্যবহারকারী তারা কেনার পর ফোনের কোনো সমস্যা দেখা দিলে সেবা পান না। এতে শেষ পর্যন্ত ব্র্যান্ডগুলোর বদনাম হয়।
এই অবস্থায় আমরা শাওমি থেকে চেষ্টা করি গ্রাহকদের ব্র্যান্ড সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দিতে, ক্রেতাদের বুঝাতে, তারা যেন অফিসিয়াল বা অথোরাইজড শপ থেকে পণ্য কেনেন। একটি ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলোতে, বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতামূলক কাজ করতে। নামি ব্র্যান্ড হিসেবে আমরা গ্রাহকদের কেনা পণ্যটি সঠিক বা বৈধ নাকি অবৈধ সেটা ট্র্যাক বা যাচাই করার কাজটিও শুরু করেছি।
২৬৯৬৯ নম্বরে ইএমইআই নম্বরটি লিখে একটি এসএমএস দিয়ে ক্রেতারা জানতে পারবেন তার কেনা পণ্যটি আসল নাকি অবৈধ। আমরা গ্রাহকদের অনুরোধ করি অথোরাইজড পণ্য কেনার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে। কেননা ব্র্যান্ড এবং গ্রাহক মিলেই একটা সুন্দর ইকো সিস্টেম তৈরি করা সম্ভব।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল