১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীর্ষ ১০ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

-

চীনভিত্তিক হুয়াওয়ে বিশ্বের শীর্ষ ১০ ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ব্র্যান্ড ভ্যালুয়েশন ও স্ট্র্যাটেজি কনসালট্যান্সি প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফিন্যান্স’-এর ‘মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডস ২০২০’ শীর্ষক তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ড ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, এটা খুবই স্পষ্ট যে ভবিষ্যতে ফাইভজির তীব্র প্রতিযোগিতা টেলিকম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেয়ার বড় সুযোগ সৃষ্টি করবে। পশ্চিমাদের মতো হুয়াওয়ে এ খাতে বাজার সম্প্রসারণ করছে। নানা বিতর্কের পরও প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। হুয়াওয়ের ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ৬ হাজার ৫১০ কোটি ডলার। এর সুবাদে ভ্যালুয়েবল ১০ ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো জায়গা পায় প্রতিষ্ঠানটি। বিশ্বের ৫০০ প্রতিষ্ঠান নিয়ে করা এ তালিকায় ২০৫টি মার্কিন ব্র্যান্ড জায়গা করে নেয়ায় দেশ হিসেবে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই রয়েছে চীনের অবস্থান। দেশটির ৭০টি ব্র্যান্ড এ তালিকায় রয়েছে।
‘মোস্ট ভ্যালুয়েবল সেক্টর’ হিসেবে অব্যাহতভাবে এগিয়ে থাকছে প্রযুক্তি খাত। এ তালিকার ৫০০টির মধ্যে ৪৬টি ব্র্যান্ড প্রযুক্তি খাতের। গাণিতিক হিসাবে ব্র্যান্ডগুলোর মধ্যে ১৪ শতাংশ দখলে রয়েছে খাতটির। প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সমন্বিত ব্র্যান্ড ভ্যালু ৯৮৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। গত বছর ফ্ল্যাগশিপ মেট ও পি সিরিজ দিয়ে দারুণ সাড়া ফেলে প্রতিষ্ঠানটি। ফলে প্রতিষ্ঠানটি বছর শেষে ৫০ শতাংশ সরবরাহ প্রবৃদ্ধির মুখ দেখেছে। এ ছাড়া গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৯ লাখ ইউনিট ফাইভজি সমর্থিত স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।


আরো সংবাদ



premium cement

সকল