০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

-

সাইবার হামলা থেকে রক্ষা পেতে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের পাশাপাশি ই-মেইল ও কম্পিউটারের জন্য আমরা সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। এমনকি তথ্য চুরির পর সেগুলো আবার ব্যবহারের সুযোগ দিতে অর্থও দাবি করে তারা। নতুন বছর সামনে রেখে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করলেও অনলাইন দুনিয়ায় নিরাপদ থাকার বিষয়ে সচেতন নন অনেকেই। আর তাই সহজে মনে রাখার সুবিধার্থে পুরোনো সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করছেন কেউ কেউ। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডপাস হ্যাক হওয়া বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যালোচনা করে ২০২৪ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ মানের পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ মানের পাসওয়ার্ডগুলোর শীর্ষ ২০টি পাসওয়ার্ড এতই সহজ এবং বৈচিত্র্যহীন যে মাত্র এক সেকেন্ডের কম সময়ের মধ্যে যেকোনো ব্যক্তির অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। সাধারণ মানের পাসওয়ার্ডের তালিকায় শীর্ষে রয়েছে ১২৩৪৫৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ১২৩৪৫৬৭৮৯ ও ১২৩৪৫৬৭৮৯। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ঢ়ধংংড়িৎফ ও য়বিৎঃু১২৩।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না।
পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে। আপনার ইমেল, ফাইল এবং অন্যান্য কন্টেন্ট নিরাপদ রাখার পাশাপাশি অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করা থেকে বিরত রাখে। শক্তিশালী পাসওয়ার্ড আপনার জন্য মনে রাখার মতো হতে পারে তবে অন্য কারও পক্ষে তা অনুমান করা প্রায় অসম্ভব হতে হবে। অনেকেই সহজে মনে রাখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের পাশাপাশি এক বা একাধিক ই-মেইল অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন, যা মোটেও ঠিক নয়। কারণ, একটি অ্যাকাউন্ট হ্যাকড হলে অন্য অ্যাকাউন্টের নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে।


আরো সংবাদ



premium cement
‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

সকল