ভোট গণনায় এসে হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

Printed Edition
ভোট গণনায় এসে হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু
ভোট গণনায় এসে হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ওই শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৩১)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা গতকাল জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। পরে লাশ পাবনায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে দাফন করার কথা। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন মৌমিতা। তার বাবা-মা দু’জনই অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক। বাবা রুমি খন্দকার পাবনা প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান, প্রক্টর এ বি এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে কফিনবাহী গাড়ি বিদায় জানানোর সময় শিক্ষার্থীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় ভিসি কামরুল আহসান বলেন, আমাদের সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। এ মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুক। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল সকালে ভোট গণনার সময় তিনি আসার সময় দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিক্যাল কলেজে নেয়া হয়। এনামে নেয়ার পর আমরা তাকে আর ফিরে পাইনি।

সকাল ৮টায় ভোট গণনার উদ্দেশ্যে সিনেট ভবনের নির্বাচন কমিশনের অফিসে আসেন এবং রুমে প্রবেশের সময় হঠাৎ দরজায় পড়ে যান। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন ।

প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় নির্ধারিত ছিল জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়ায় ও পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। জান্নাতুল অন্যান্য সহকর্মীসহ ভোট গণনাকেন্দ্রে গিয়েছিলেন। সিনেট হলের দরজার সামনে এসেই তিনি পড়ে যান। তার মৃত্যুর ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করছি।

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে আজ সকালে ভোট গণনার কক্ষে শোকাবহ আবহ তৈরি হয়। নির্বাচনের দায়িত্বরত পোলিং কর্মকর্তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ওই সময় নির্বাচন কমিশনার রেজোয়ানা করিম (স্নিগ্ধা) মাইকে বলেন, এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার (জান্নাতুল) জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে ওই শিক্ষক যে হলে (প্রীতিলতা) দায়িত্বরত ছিলেন, সেটির ভোট গণনার প্রক্রিয়াটি এগিয়ে এনে দ্রুত শেষ করার ব্যবস্থা করছি।

জাবি শিক্ষক সৌমিতার দাফন

পাবনা প্রতিনিধি জানান, পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ মহল্লা কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাত ৭টা ৪০ মিনিটে তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্স নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় শোকের ছায়া নেমে আসে। বাবা-মা ও আত্মীয়স্বজন এ সময় কান্নায় ভেঙে পড়েন।