ইসলামপুরে সড়কে মরণফাঁদ জরুরি সংস্কারেও গতি নেই

Printed Edition
ইসলামপুর-ঝগড়ারচর সড়ক ধসেপড়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন : নয়া দিগন্ত
ইসলামপুর-ঝগড়ারচর সড়ক ধসেপড়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন : নয়া দিগন্ত

খাদেমুল বাবুল জামালপুর

জামালপুরের ইসলামপুর-ঝগড়ারচর সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। শেরপুর সদর, শ্রীবরদী, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার মধ্যে সংযোগকারী এ গুরুত্বপূর্ণ সড়কটির প্রায় ১৪ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে ধস ও খানাখন্দ। প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারীর চলাচলের এ প্রধান সড়কটিতে এখন অহরহই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানায়, সংস্কারের অভাবে ও অতিবৃষ্টির প্রভাবে সড়কটির বহু স্থানে ধস নেমেছে। যান চলাচলের পথ সরু হয়ে যাওয়ায় বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ছোট যানবাহনও বিপজ্জনকভাবে চলাচল করছে। ইজিবাইক চালক সাইদুল ইসলাম বলেন, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গতকাল একটি ইজিবাইক উল্টে যাওয়ায় দু’জন আহত হয়।

এ সড়কটি কৃষিপণ্য পরিবহনের প্রধান রুট। পথের দুর্দশায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না। স্থানীয় কৃষক আবদুল আউয়াল বলেন, সড়কের অবস্থা এতই খারাপ যে ট্রাক, ট্রাক্টর কিংবা ভ্যানে করে পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা যায়, গত জুন মাসে ৭৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি মেরামতের জন্য টেন্ডার আহ্বান করা হয়। মেসার্স শংকর কুমার পাল নামে এক ঠিকাদারকে কাজের দায়িত্ব দেয়া হলেও বৃষ্টির অজুহাতে কাজ এগোচ্ছে না।

ইসলামপুর উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, বৃষ্টির কারণে কাজ বিলম্বিত হচ্ছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, জরুরি সংস্কারের নামে শুধু কাগজে-কলমে কাজ হচ্ছে। বাস্তবে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। তারা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।