টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভ-জি

Printed Edition
টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভ-জি
টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভ-জি

প্রযুক্তি ডেস্ক

দেশের বাজারে টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভ-জি। এতে রয়েছে নেক্সট-জেন ফাইভ-জি কানেক্টিভিটি; ১২০ হার্জ ভাইব্রেন্ট ডিসপ্লে, যা আরো স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করে। একই সাথে, এর সুবিশাল ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সারাদিন ব্যবহারের জন্য একদম সঠিক পছন্দ। এতে নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা নিশ্চিত করতে রয়েছে অনবদ্য ক্যামেরা সিস্টেম। ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য)।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভ-জি+ প্রসেসর। স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল নিশ্চিতে এতে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম (৪ জিবি এক্সটেন্ডেড) ব্যবহার করা হয়েছে। এই ফোনে টেকনো ফ্রি লিঙ্ক নামক একটি অনন্য প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যেন নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও ব্যবহারকারীরা কল ও টেক্সট পাঠাতে পারেন, ফলে ব্যবহারকারীদের যেকোনো স্থানে কানেক্টেড রাখবে।