চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গুগলের ডিজিটাল জার্নালিজম ও এআই প্রশিক্ষণ সম্পন্ন

Printed Edition
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গুগলের ডিজিটাল জার্নালিজম ও এআই প্রশিক্ষণ সম্পন্ন
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গুগলের ডিজিটাল জার্নালিজম ও এআই প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদ সংগ্রহ থেকে প্রচার- সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বৃদ্ধি এবং ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ডিপফেক ভিডিও তৈরি, বিবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকতা শিক্ষার্থীদের তথ্য যাচাই ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল জার্নালিজম : ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

গুগলের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণে বিভাগের ৮০ শিক্ষার্থীসহ বিভাগের অধিকাংশ শিক্ষকও অংশ নেন। ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, অধ্যাপক ড. আতিকুর রহমান, ড. মো: শহীদুল হক, শাহাব উদ্দিন, ফারজানা করিম, এ. কে. এম. জিয়াউর রহমান খান, ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সায়মা আলম, হামিদা সুলতানা, ড. আব্দুর রাজ্জাক ও নাজনীন আক্তার।

অংশগ্রহণকারীরা তথ্য যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির পাশাপাশি গুগলের আধুনিক এআই টুল নোটবুক এলএম, জেমিনি, পিনপয়েন্ট ও গুগল ট্রেন্ডস ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। সভাপতিত্ব করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার। সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিক উল্লাহ। প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবদুল কাবিল খান ও প্রথম আলো ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার আ ফ ম খায়রুল বাশার। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্মসম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। বিজ্ঞপ্তি।