ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

Printed Edition

আনাদোলু এজেন্সি

ইরানের পারমাণবিক ও অস্ত্র কর্মসূচির সাথে জড়িত কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বুধবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এটি জাতিসঙ্ঘের সাম্প্রতিক নিষেধাজ্ঞার সমর্থনে গৃহীত পদক্ষেপ বলে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, মোট ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইরানের অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ (এসপিএনডি) এর সাথে জড়িত পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান রয়েছে।

রুবিও দাবি করেন, এ সংস্থাটি ২০০৪ সালের আগে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির উত্তরসূরি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ২৬টি প্রতিষ্ঠান ও তিনটি সংগ্রহ-সংযুক্ত ঠিকানার ওপর অতিরিক্ত রফতানি নিষেধাজ্ঞাও আরোপ করেছে। রুবিও বলেন, ২৭ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব অনুসারে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তেহরানের কার্যক্রমে যারা সহযোগিতা করবে, তাদের আমরা দায়বদ্ধ করতেই থাকব। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ অনুযায়ী, ২০১৫ সালের পরমাণু চুক্তির পর স্থগিত থাকা নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু করা হয়েছে।