কাতারের আমিরের সাথে ট্রাম্পের বৈঠকে একাধিক চুক্তি

আলজাজিরা
Printed Edition
আবুধাবির প্রেসিডেন্সিয়াল টার্মিনালে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (ডানে) ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন : ইন্টারনেট
আবুধাবির প্রেসিডেন্সিয়াল টার্মিনালে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (ডানে) ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন : ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি দুই দেশের মধ্যে বহুমাত্রিক অংশীদারিত্ব জোরদারে একাধিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছে বিলাসবহুল লুসাইল প্রাসাদে এক বর্ণাঢ্য সংবর্ধনায় অংশ নেন ট্রাম্প। পরে তিনি কাতারের আমিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে উভয় দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, তার আর্থিক মূল্য অন্তত ১ লাখ ২০ হাজার কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। এসব চুক্তির আওতায় কাতার-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়, কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে ৯ হাজার ৬০০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার এবং ৭৭৭ এক্স সিরিজের মোট ২১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে কাতারের। এ ছাড়া কাতারে অবস্থিত আল উদিদ বিমানঘাঁটি এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা সুবিধা উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি ডলারের একটি পৃথক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতার আগামী বছরগুলোতে দেশটির রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা। বৃহস্পতিবার উপসাগরীয় সফরের সময় ওই ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প আরো বলেন, বুধবার স্বাক্ষরিত কাতারি প্রতিরক্ষা ক্রয়ের মূল্য ৪২ বিলিয়ন ডলার। এই সফর শেষে গতকালই ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।