বিনোদন প্রতিবেদক
আসন্ন ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ফিলিস্তিনি-জর্ডানিয়ান সঙ্গীতশিল্পী ‘জাইন’ এর নতুন অ্যালবাম ‘আউদা’। অ্যালবামটির ১৩টি গানের তালিকা সম্প্রতি প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সৌদি আরবের ঐতিহাসিক শহর আলউলায় অনুষ্ঠিত এক পারফরম্যান্সের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের উচ্ছ্বসিত করেছেন এই শিল্পী।
সৌদি আরবভিত্তিক রেকর্ড প্রতিষ্ঠান ‘এমডিএলবিস্ট’ জানিয়েছে, জাইন-এর গান ‘আসলি আনা’ ও ‘হিলওয়া’ আগামী বছরের গ্র্যামি পুরস্করের চারটি বিভাগে মনোনয়নের জন্য জমা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘সেরা গ্লোবাল সঙ্গীত পরিবেশনা’ এবং ‘সেরা সঙ্গীতচিত্র’। ২০২৪ সালে প্রকাশিত ‘আসলি আনা’ আরব সঙ্গীতের ছন্দ ও ঐতিহ্যকে আধুনিকরূপে তুলে ধরেছিল, যেখানে প্রতিরোধের বার্তা ছিল প্রধান। অন্যদিকে, ‘হিলওয়া’ গানটি অনেক বেশি আবেগনির্ভর একটি কোমল শ্রদ্ধাঞ্জলি, শিল্পীর মা ও দাদির প্রতি। গানটির প্রচ্ছদে তিন প্রজন্মের তিন নারী জাইন, তার মা ও দাদি একই চুলের বেণিতে সংযুক্ত। জাইন বলেন, ‘এই বেণি আমাদের ভালোবাসা, উত্তরাধিকার ও সংযোগের প্রতীক। এখানে এমন এক মমতা আছে, যা ভাষাহীন হলেও গভীরভাবে অনুভূত হয়।’ ১৯৯৭ সালে জর্দানের আম্মানে জন্ম নেয়া জাইন-এর পূর্ণ নাম জেইন সাজদি। ছোটবেলা থেকেই সঙ্গীত ও সংস্কৃতির ঘনিষ্ঠ পরিবেশে বড় হয়েছেন তিনি। বাবা ছিলেন রেকর্ড সংগ্রাহক, মা দাবকে (আরব ঐতিহ্যবাহী নৃত্য) দলে নেতৃত্ব দিতেন, আর বোন প্রশিতি ধ্রুপদী পিয়ানোবাদক। পাঁচ বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশন করেন জাইন এবং কৈশোরেই নিজের লেখা গান গাইতে শুরু করেন। ২০২১ সালে প্রকাশিত প্রথম একক গান ‘মিন্নি আনা’ দিয়ে জাইন নিজের সঙ্গীতযাত্রার সূচনা করেন।


