গাজীপুর মহানগর প্রতিনিধি
তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুরের সহযোগিতায় গাজীপুর মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডের নীলেরপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম। তিনি বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি রয়েছে। জনগণকে চিকিৎসাসেবা দিতে আজকের এই আয়োজন তারই অংশ।’ পরে তিনি নিজেও চিকিৎসাসেবায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ অ্যাডভোকেট মো: মিলন উদ্দিন ভূঞা এবং সঞ্চালনা করেন বিএনপির সাবেক পৌর আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান বিপ্লব ও অ্যাডভোকেট কহিনুর আক্তার।
ড্যাবের পক্ষে অংশ নেন- ড্যাবের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা: আলী আকবর পলান, সদস্যসচিব সিনিয়র কনসালট্যান্ট ডা: খলিলুর রহমান, সহকারী অধ্যাপক ডা: খায়রুজ্জামান, ডা: সিরাজ উদ্দিন, ডা: মো: এনামুল হক, ডা: জাকির আহমেদ, ডা: এ বি এম সিদ্দিক, ডা: মুসফিকুর রহমান, ডা: এ ডি এ মাহবুব হাসান রুবেল, ডা: আশরাফুল ইসলাম মাসুম, ডা: খাইরুল আলম, ডা: নাজমুল হাসান, ডা: তুহিন, ডা: মেহেদী হাসান, ডা: রকিবুল হাসান মিনহাজ, ডা: সামিয়া জামান, ডা: সোহানুর রহমান সোহান, ডা: রোকসানা রোমা, ডা: অনন্যা, ডা: স্যাকলাইন আল যুবায়ের, ডা: জহুরা, ডা: ইফরিদ প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন- শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমটিবি আতাউর রহমান, মো: মিরাজ আহমেদ, মো: কামাল উদ্দিন এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর সভাপতি মোছা: নাজমা ইয়াসমিন, নাজমুল হাসান, মরিয়ম বেগম, আফরিন সুলতানা, মাসুমা নাসরিন, মাকসুদা বেগম প্রমুখ।


