ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী বিভিন্ন আবেদন ও অভিযোগের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বিশেষ করে ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে এসব অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন-সংক্রান্ত সব আবেদনপত্র পুক্সক্ষানুপুক্সক্ষভাবে বিশ্লেষণ করে আইন বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়েছে এবং যথাসময়ে প্রত্যেককে আলাদাভাবে জবাব দেয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, নির্বাচন-সংক্রান্ত সিসিটিভি ফুটেজের পুরোটা সরবরাহ করা সম্ভব নয়, কারণ এটি কোনো পাবলিক ডকুমেন্ট নয়। তবে কোনো প্রার্থী নির্দিষ্ট সময় বা ঘটনার উল্লেখ করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে কর্তৃপক্ষ মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ফুটেজ দেখা যাবে।
ভোটারদের স্বাক্ষরিত তালিকা সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, এটি একটি স্পর্শকাতর ও গোপনীয় নথি, যার কপি প্রদানের কোনো বিধান নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে তালিকাটি সরবরাহ করা হবে না।
ব্যালট পেপার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যালট পেপার মুদ্রণ একটি অত্যন্ত বিশেষায়িত ও গোপনীয় প্রক্রিয়া, যেখানে প্রতিটি ধাপে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একটি প্রতিষ্ঠানের হাতে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেয়া হয়। ওই প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপে কেটে ওএমআর মেশিনে প্রি-স্ক্যান করে মেশিনে পাঠযোগ্যতা নিশ্চিত করার পর সিলগালা প্যাকেটে ব্যালট সরবরাহ করে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নীলক্ষেত বা সাধারণ কোনো দোকানে এ ধরনের মুদ্রণ সম্ভব নয়, কারণ এটি একটি জটিল প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া। মুদ্রণ শেষে ব্যালটগুলো রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রপ্রধানের স্বাক্ষরক্রমে ভোটারদের হাতে পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে পরাজিত ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে, তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালট কে ছাপিয়েছে, তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ব্যালট পেপারের বিষয়ে উত্তর এখনো প্রশাসন দিতে পারেনি। এস এম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।


