৪ আসন বহাল রাখার দাবিতে উত্তাল বাগেরহাট : আজও হরতাল চলবে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে জেলা সদর, মোংলা ও ফকিরহাটে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। এ সময় হরতালের সমর্থনে মহাসড়ক অবরোধ ও দোকানপাট বন্ধ রাখা হয়।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে আবারো উত্তাল হয়ে উঠেছে জেলাটি। চারটি আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে গতকাল বুধবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। সকালে হরতাল-অবরোধের সমর্থনে বাগেরহাট-খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি ও মোল্লাহাট সেতুসহ জেলার শতাধিক স্থানে বাঁশ, গাড়ি ও বেঞ্চ ফেলে ব্যারিকেড দেয়া হয়। এ ছাড়া বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে অবরোধকারীরা সড়ক বন্ধ করে রাখে। সকাল ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্ট চত্বর ও নির্বাচন কমিশন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সম্মিলিত কমিটির নেতারা।

অবরোধের কারণে বাগেরহাটের সাথে খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুরসহ আশপাশের ১০ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ১৮টি অভ্যন্তরীণ রুটেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্যবসায়ী ও দোকানদাররা হরতালের সমর্থনে দোকানপাট বন্ধ রেখেছেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিন করার প্রস্তাব দেয়। পরে ৪ সেপ্টেম্বর কমিশন নতুন সীমানা নির্ধারণ করে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে, যার অংশ হিসেবে গতকাল থেকে শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ।

ফকিরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

গতকাল বুধবার সকালে ফকিরহাট বিশ্বরোড মোড় ও কাটাখালি চত্বরে অবস্থান নেন জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন চলাচলে বাধা দেয়া হয়নি।

মোংলা সংবাদদাতা জানান, বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

হরতালের প্রথম দিন সকাল থেকেই মোংলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় কমিটির নেতা-কর্মীরা মিছিল বের করে চারটি আসন বহাল রাখার দাবিতে সেøাগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।