ইসরাইলের ইমেজ ধ্বংস করে দিয়েছে গাজা যুদ্ধ : রুবিও

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গাজায় ইসরাইলি বাহিনীর (আইডিএফ) দুই বছরব্যাপী ভয়াবহ আগ্রাসন বিশ্বের সামনে ইসরাইলের ইমেজ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে সাক্ষাৎকার দেন রুবিও। আরটি।

সেখানে তিনি বলেন, ‘আমরা রাজি হই আর না হই, সম্প্রতি আমরা দেখেছে যে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও আমরা ইসরাইলের প্রতি আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করছি।’ ‘বৈশ্বিকভাবে ইসরাইলের ইমেজ ধ্বংস হয়ে গেছে এবং আমাদের প্রেসিডেন্ট এই ব্যাপারটিতে ফোকাস করেছেন।

ইসরাইলকে তিনি বলতে চেয়েছেন যে তারা স্বীকার করুক আর না করুক, দুই বছর ধরে যুদ্ধের জেরে ইসরাইলের যে বৈশ্বিক ইমেজ গড়ে উঠেছে, তা তারা এড়িয়ে যেতে পারবে না।’ এই যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ২০টি পয়েন্ট সংবলিত নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার মিসরের রাজধানী কায়রোতে সেই পরিকল্পনার ওপর বৈঠক শুরু হওয়ার কথা আছে।

ইসরাইল, হামাস এবং যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইতোমধ্যে কায়রোতে উপস্থিত হয়েছেন। সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ইসরাইল যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। ‘ইসরাইলিরা এবং অন্যান্যরাও এটা স্বীকার করবেন যে সঙ্ঘাত চলতে থাকলে জিম্মিদের মুক্তির ব্যাপারটি অনিশ্চিতই থেকে যাবে। কারণ চলমান সঙ্ঘাতের মধ্যে আপনি জিম্মিদের মুক্তি দিতে পারবেন না। তাদের নিরাপত্তার জন্যই এটি সম্ভব নয়। তাই অবশ্যই ইসরাইলকে তার অভিযান থামাতে হবে।’