সিএনএন
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার জন্য হোয়াইট হাউজকে সবুজ সঙ্কেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজেদের অস্ত্রভাণ্ডারে এর নেতিবাচক প্রভাব পড়বে না- সেটি মূল্যায়ন করে দেখার পর এই ছাড়পত্র দিয়েছে পেন্টাগন।
তবে টমাহক সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ভার তারা ছেড়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। বিষয়টি সম্পর্কে জানেন এমন তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ট্রাম্প এর আগে এ মাসের শুরুতে জানিয়েছিলেন, তিনি এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাতে চান না। ওই সময় হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, “আমরা এমন কিছু দিতে চাই না যা আমাদের নিজের দেশ রক্ষা করার জন্য প্রয়োজন।”
পেন্টাগনের জয়েন্ট স্টাফ সম্প্রতি হোয়াইট হাউজকে তাদের মূল্যায়ন জানায়। ঠিক এর পরেই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠক করেন।



