কালিকাপুরে রাস্তার বেহাল দশা দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

Printed Edition
কালিকাপুর ইউনিয়নের পাইকড়া সড়কের দৃশ্য : নয়া দিগন্ত
কালিকাপুর ইউনিয়নের পাইকড়া সড়কের দৃশ্য : নয়া দিগন্ত

রুহুল আমীন আত্রাই (নওগাঁ)

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া থেকে বাজেধনেশ্বর গ্রামের মধ্য দিয়ে সংযুক্ত আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা বছরের পর বছর ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে পড়ে, হাঁটু কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয় শিার্থী ও সাধারণ মানুষকে।

এ রাস্তাটি দিয়ে প্রতিদিন পাইকড়া, কচুয়া, বাগমারা, উলাবাড়িয়া, কুশাতলা, শলিয়াসহ প্রায় ১২টি গ্রামের মানুষ চলাচল করে। পাইকড়া উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলবাড়ি মাদরাসা, বাজেধনেশ্বর মাদরাসাসহ অন্তত ছয়টি শিাপ্রতিষ্ঠানের শত শত শিার্থীর বিদ্যালয়ে যাতায়াত নির্ভর করে এই রাস্তার ওপর।

বিভিন্ন সময়ে উন্নয়ন হলেও এই রাস্তা দীর্ঘদিন অবহেলিত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বাজেধনেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, বারবার আবেদন করা হলেও রাস্তার সংস্কারে কোনো পদপে নেয়া হয়নি। কালিকাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে, তারা রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাস্তাটির পাকাকরণের উদ্যোগ নেয়া হবে।