ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে প্রথম প্রীতিম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। সফরের দ্বিতীয় ম্যাচে গতকাল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক জাপান। সেখানে প্রথমার্ধেই স্বাগতিকদের জালে দুইবার বল পাঠিয়েও সেটি ধরে রাখতে পারল না কার্লো অ্যানচেলোত্তির দল। টোকিওতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। ১৪ বারের চেষ্টায় এটিই প্রথম ব্রাজিল জয় জাপানের। এর আগে ১৩ ম্যাচের ১১টিতে জিতেছে সেলেকাওরা। আর বাকি দু’টি ম্যাচ হয়েছিল ড্র। আর এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার কাছে ১৯৯৯ সালে ১-০তে হেরেছিল ব্রাজিল।
সিউলে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে টোকিওতে জাপানের বিপক্ষেও ফেবারিট ছিল ব্রাজিল। টোকিওতে গতকাল আরেকটি একতরফা উৎসব করতে যাচ্ছে সেলেকাওরা, এমনটাই ধারণা ছিল। কিন্তু অনিশ্চয়তার খেলা ফুটবলে অবিশ্বাস্য এক ইতিহাস লিখে দিল জাপান।
আজিনোমোটো স্টেডিয়ামে প্রথমার্ধে সবকিছুই চলছিল প্রত্যাশামতো। আগের ম্যাচের ধারাবাহিকতা টেনে ম্যাচের ২৬ মিনিটে ব্রুনো গুইমারেসের চমৎকার থ্রো থেকে পাওলো হেনরিক জালে বল জড়িয়ে এগিয়ে দেয় ব্রাজিলকে। ৬ মিনিট পর লুকাস পাকেতার পাসে বল পেয়ে ব্যবধান ২-০ করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। নিজেদের দর্শকে ঠাসা স্টেডিয়ামে বিরতি থেকেই ফিরেই জেগে উঠে জাপান। ম্যাচের ৫২ মিনিটে শুরু হয় তাকুমি মিনামিনোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। ৬২ মিনিটে কেইতো নাকামুরার গোলে সমতায় ফেরে ব্লু সামুরাইরা। ৭১ মিনিটে আসে সেই মুহূর্ত। যা হয়তো জাপানি ফুটবলের ইতিহাসে লেখা থাকবে সোনার অক্ষরে। আয়াসে উয়েদার গোলে ৩-২-এ জাপান এগিয়ে গেলে উত্তেজনায় ফেটে পড়ে স্টেডিয়াম। শেষের দিকে গোলের জন্য মরিয়া চেষ্টা করেও জাপানের দুর্ভেদ্য রক্ষণ দেয়াল ভাঙতে পারেন ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে ১৯৮৯ সালে প্রথম মুখোমুখি হয়েছিল জাপান। এরপর ৩৬ বছর অপেক্ষার পর প্রথম জয়ে ইতিহাস গড়ল জাপান।



