নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।
যশোর অফিস জানায়, যশোরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং ভেকুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আবু জাফর, তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেয়ার পর আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়; কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, ডুমুরিয়ায় ট্রাক চাপায় মাদরাসা ছাত্র মোস্তফা আল হাসান (১২) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর- চুকনগর সড়কে সরকারি মধুগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, মোস্তফা আল হাসান সাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিল। সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক (বগুড়া-১১-১১৫৭) মোস্তফাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করে। চালক পালিয়ে যায়। রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহিব্বুর রহমান বলেন, সোমবার মাদরাসার আলিম শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা। মাদরাসা ছাত্র মোস্তফা আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে মাদরাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ট্রাকের চাপায় মো: শাহজালাল (২৫) নামের সৌদি আরব প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। সোমবার ভোরে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই মো: শাহাদাত জানান, প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন শাহজালাল। সোমবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শাহজালালের মৃত্যু হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের অক্সিজেন পাবলিক স্কুল গেট এলাকায় ট্রাকের চাপায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নাসিমা বেগম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
জানা যায়, নাসিমা বেগম স্বামীর সাথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। অক্সিজেনের পাবলিক স্কুল গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান বলেন, লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় বাসের ধাক্কায় পাশাপাশি দুটি সিএনজি অটোরিকশা চাপায় ঘটনাস্থলে বউ-শাশুড়িসহ ও ওষুধ কোম্পানির এমআরসহ তিনজন নিহত ও সাত যাত্রী গুরুতর আহত হয়েছে। দোহাজারী পৌরসদরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাড়াজী বাড়ির মরহুম করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম (৮০), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিনের এম আর মো: শরীফ (২৭) পিতা আলী আকবর, ময়মনসিংহ সদর কাউনিয়া।
আহতরা হলেন সিএনজি যাত্রী জাকের হোসেন (৬৫) ও তার স্ত্রী জুকুম বাহার (৫৫), নিহত ফাতমার নাতি সজিব (২২), ছেলে আবদুর রহিম (৪৫), পলাশ নাথ (৩২), মহবুবুর রহমান (৪০), মো: মারুফ (২৪) আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফাতেমার প্রতিবেশী মো: হেলাল জানান, ফাতেমা বেগম অসুস্থ হওয়ায় তাকে দোহাজারীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।



