রূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

Printed Edition
রূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন
রূপালী ব্যাংকে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে ‘গ্রাহক সেবা পক্ষ’ পালন কর্মসূচি শুরু হয়েছে। রোববার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: আহসান কবীরের উপস্থিতিতে ১৯ অক্টোবর থেকে ২ নভম্বের ২০২৫ পর্যন্ত চলমান এই কর্মসূচির সারা দেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক ও নৈতিকতার সমন্বয়ে তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে; তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বছরব্যাপী গ্রাহক সন্তুষ্টি বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ। ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, মো: মইন উদ্দিন মাসুদ ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানজোর, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা। বিজ্ঞপ্তি।