প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার নানীর কোনো ছেলে নেই, দু’টি মেয়ে। আমার খালা নানীকে দেখে না, কোনো খরচ দেয় না। আমার আম্মুর ওপরই সব দায়িত্ব। নানীর ওষুধের পেছনে অনেক টাকা লাগে। আমার আব্বুরও কোনো কাজ নেই। সবসময় আর্থিক সমস্যা থাকে। এমতাবস্থায় আমার আম্মু দুই-তিন বছর আগে নানীর নামে একটু জমি ছিল সেটি বিক্রি করে টাকা ব্যাংকে রাখে সেখান থেকে যে পরিমাণ লাভ আাসে তা থেকে নানীর ওষুধ খরচ চালান, আর বাকি টাকা জাকাত দিয়ে দেন। এখন কি আম্মুর গুনাহ হবে- এই অবস্থায় সুদের?

উত্তর : সুদের টাকা আবার জাকাত দেয় কীভাবে? এগুলো মূর্খতা। এই টাকাগুলো কোনো ইসলামী ব্যাংকে রাখতে বলবেন। সেখান থেকে লভ্যাংশ নিয়ে তার খরচ চালাবেন।

-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট