রাজবাড়ী প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে কফিনবন্দী হয়ে দেশে ফিরলেন রাজবাড়ীর জাহাঙ্গীর শেখ।
জাহাঙ্গীর শেখ (৫৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সেলিম শেখের বড় ছেলে। মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে কফিনবন্দী অবস্থায় তার লাশ নিজ বাড়িতে পৌঁছে। পরে ধর্মীয় রীতিতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন জাহাঙ্গীর শেখ। দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়ে কিছু দিনের মধ্যেই দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই গত ৬ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। জাহাঙ্গীর শেখের স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মা রয়েছে। তারা এখন জাহাঙ্গীরের জমানো অর্থ সহজে পেতে সরকারি সহায়তা চান। জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।



