চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হওয়ার সময় একটি চালবাহী ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শামসুল হাই আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।’



