হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহের মামলায় চার্জশিটভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত।

গতকাল শুক্রবার সিআইডি দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা করার ক্ষমতা পায়। সেই অনুযায়ী সিআইডি বাদি হয়ে আদালতে মামলা করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল।

তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

এতে আরো বলা হয়, দ্রুততম সময়ে তদন্ত শেষে সিআইডি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। তাদের মধ্যে ২৬১ জন পলাতক থাকায় আদালত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পলাতক আসামিদের তালিকায় উল্লেখযোগ্য রয়েছেন- শেখ হাসিনা, ড. রাব্বি আলম, পারভেজ খান ইমন, কবিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, মো: মাহমুদুল আজাদ রিপন, হাফিজুর রহমান ইকবাল ইকবাল, অ্যাডভোকেট মো: মাহবুবুর রহমান মধু ও মাহবুব আলম, এলাহী নেওয়াজ মাছুম, সাজ্জাদুল আনাম, জুয়েল মাহমুদ আসিফ, জাকির হোসেন জিকু, প্রকৌশলী মো: মহসিন আলী চৌধুরী, মনুয়ারা বেগম মিনু, মিজানুর রহমান রূপক, মোহাম্মদ মামুনুর রহমান চৌধুরী, দ্বীন মোহাম্মন, সিরাজুল ইসলাম শামীম শাহজাহান, মোহাম্মদ জাহিদ হোসেন, সাবিনা ইয়াসমিন তুহিন, আজিদা পারভীন পাখি, আকতার মোহাম্মদ শহীদ, শাহীন, প্রফেসর তাহেরুজ্জামান টিপু ছন্দনাম প্রফেসর ইলন মাস্ক, রাসেল মিয়া রাসেল মাহমুদ অনিক, আরমান হোসেন, বাবুল আহমদ, এস এম দেলোয়ার শাহ আলম, আবদুল আল মামুন (রাজিব), আতিকুর রহমান, আতিকুর রহমান, হিমেল হাসান, রফিকুল ইসলাম কাকন মোল্লা, কামরুল হাসান রিপন, মোহাম্মদ উল্লাহ, অ্যাডভোকেট এ এফ এম দিদারুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রিয়াজুল ইসলাম ওরফে মাসুম, মো: ইকবাল হোসেন সাব্বির আহম্মেদ, মো: শহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম তুহিন শেখ, মো: সোহেল ওরেফে শেখ সোহেল, রাজিব আল হাসান, এলমান উদ্দিন আহমেদ সুহদ তালুকদার, মো: মাকসুদুর রহমান।

আদালতের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক/আত্মগোপন করেছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেও গ্রেফতার করা সম্ভব হয় নাই বিধায় উল্লিখিত আসামিদের বিরুদ্ধে বাংলা দৈনিক পত্রিকায় জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রচার পূর্বক কপি অত্র আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।