প্লট বিক্রির নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আ’লীগ নেতা

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া বাজারের জমির প্লট বিক্রির নামে প্রতারণা করে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ধলহরাচন্দ্র ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস এবং ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের বিরুদ্ধে। এই ব্যাপারে শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লার আহ্বানে ডাউটিয়া বাজারে ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলন করেন। তারা বলেন, ২০১৯ সালের দিকে পাশের লাঙ্গলবাঁধ বাজারের বিরুদ্ধে উপজেলার ডাউটিয়া নামক স্থানে একটি বাজার বসানোর পরিকল্পনা করেন ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী নেতা মতিয়ার রহমান। তখন স্থানীয় লোকদের ডেকে বাজারের দোকানঘর তোলার জন্য জমি অধিগ্রহণ শুরু করেন।

ভুক্তভোগীরা জানান, মতিয়ার চেয়ারম্যান ও আবুল মেম্বার তারা দুইজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি। জমির মালিকের কাছ থেকে জমি নিয়ে প্লট আকারে বিক্রি করলেও অনেকেই তাদের কেনা প্লট বুঝিয়ে দেয়নি। আবার অনেক জমির মালিকরা তাদের জমির টাকা পায়নি বলে অভিযোগ করেন। টাকা ও প্লট চাইতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হতো। ভয়ে তখন অনেকেই মুখ খুলতে সাহস পায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রায় ২০ একর সম্পত্তির ওপর এই বাজারটি গড়ে উঠেছে। তাদের দলীয় কিছু লোকজনের কেনা জমির প্লট বুঝিয়ে দিলেও প্রায় শতাধিক লোকের জমি বুঝিয়ে দেয়নি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর তারা গা ঢাকা দেয়ার কারণে তাদের খুঁজে পাচ্ছে না ভুক্তভোগীরা। বাজারের জমি বিক্রি করা জমি মালিকদের প্রায় তিন কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে আওয়ামী নেতা চেয়ারম্যান মতিয়ার রহমান ও মেম্বার আবুল হোসেন নামের এই দুই নেতা। ভুক্তভোগী জাহাঙ্গীরের নামের ব্যক্তি জানান তার কাছ থেকে ২৮ শতক জমি কিনে নেয়ার আজও সে টাকা ফিরে পাইনি। সরদারদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক জেনা তার ১৫০ শতক জমির মধ্যে ১০০ শতক জমির টাকা এখনো বুঝে পায়নি, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, ৩৮ শতক জমির একটি টাকাও পায়নি। চর ধলহরা গ্রামের ওহাব মণ্ডল বরিয়া গ্রামের মাহবুবুর রহমান মাস্টার বলেন, বাজারে ঘর নির্মাণ করার জন্য জমি কিনেছিল, সেই জমি তারা বুঝে পায়নি।

এ রকম শতাধিক লোকের অভিযোগ তাদের কেনা জমি বুঝে পায়নি। ভুক্তভোগীরা তাদের কেনা সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বর্তমান যারা বাজার পরিচালনা করছেন তাদের কাছে জোর দাবি জানান। এই ব্যাপারে বর্তমান বাজার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সাবেক চেয়ারম্যান ও ধলহরা চন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী মোল্লা জানান, আমি যতগুলো জমি বিক্রি করেছিলাম সবার জমি বুঝিয়ে দিয়েছি। তবে মতিয়ার রহমান বিশ্বাস ও আবুল হোসেন তারা যেগুলো জমি বিক্রি করেছেন সেই জমিগুলো মালিকদের বুঝিয়ে না দিয়ে ব্যাপক অনিয়ম করেছে।