রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে। রোববার সকালে ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি।
অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন, খাদ্যসামগ্রী, কৃষি উপকরণ, খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক শামসুল হকসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে প্রশংসা করেন।



