লিসবনে কেবল কার দুর্ঘটনায় নিহত ১৫

Printed Edition

রয়টার্স

পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর লিসবনের গ্লোরিয়া ফানিকুলার রেলওয়ে কেবল কার দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। জরুরি মেডিক্যাল পরিষেবার এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার ওই রেলওয়ে কেবল কার লাইনচ্যুত হয়ে বিধ্বস্ত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

লিসবন শহরের অন্যতম প্রতীক হয়ে ওঠা এ কেবল কার পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ওই মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশী নাগরিক আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু তাদের পরিচয় শনাক্ত করা হয়নি এবং তারা কোন দেশের নাগরিক তাও প্রকাশ করা হয়নি।

লিসবনের মেয়র কার্লস মোয়েদাস সাংবাদিকদের বলেছেন, এটি আমাদের শহরের জন্য দুঃখের একটি দিন। লিসবনে শোক বিরাজ করছে। এটি শোচনীয়, শোচনীয় একটি ঘটনা। পর্তুগাল সরকার বৃহস্পতিবার দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করেছে। ঘটনাস্থল থেকে আসা ভিডিও ফুটেজের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রামের মতো দেখতে হলুদ ফানিকুলার বিধ্বস্ত হয়ে আছে। জরুরি বিভাগের কর্মীরা ভেঙেচুরে পড়া ফানিকুলারটির ধ্বংসাবশেষ থেকে লোকজনকে বের করছে। এ ফানিকুলারগুলো পর্তুগালের রাজধানীর একটি ঢালু পাহাড়ি পথে লোকজনকে উপরে ও নিচে বহন করে নিয়ে যায়।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা এক বিবৃতিতে শোচনীয় এ দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, কর্তৃপক্ষ তা শিগগিরই উদ্ঘাটন করবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেছেন তিনি। পুলিশের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে সবকিছু খতিয়ে দেখছেন। ১৮৮৫ সালে উদ্বোধন হওয়া এ কেবল রেলওয়ে লাইনটি রেস্তোরাডোরস স্কয়ারের কাছে লিসবনের কেন্দ্রস্থলের সাথে পাহাড়ের উপরের বাইরো আল্টোকে (আপার কোয়ার্টার) সংযুক্ত করেছে।