ক্রীড়া প্রতিবেদক
সর্বশেষ কবে ঢাকা আবাহীকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তা সঠিক বলতে পারলেন না ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমের খান। আসলে এক সময়ের দেশ সেরা ক্লাব ছিল ব্রাদার্স ইউনিয়ন। তাদের দখলে ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা, ফেডারেশন কাপ সবই ছিল। তবে বিগত সময়ে অবস্থার এতটাই অবনতি হয় যে প্রিমিয়ার থেকে নেমেই যেতে হয় দলটিকে। আবার প্রিমিয়ারে ফিরে আসা। এতে করে অনেক ঘটনাই থাকে না স্মৃতিতে। সর্বশেষ তথ্য হলো ১১ বছর পর বাংলাদেশ ফুটবল লিগে এবার ফের আবাহনীকে হারাল গোপীবাগের দলটি। গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মারুফুল হকের দলকে ২-১ গোলে হারিয়েছে ওমর সিসের দল। আবাহনীর এই হারের দিনে পয়েন্ট হারিয়েছে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানও। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে তাদের ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ। আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিস ফ্রেন্ডস সোসাইটি। জয়ের ফলে রহমতগঞ্জ ও পুলিশ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান আছে পয়েন্ট তালিকার অষ্টম ও নবম স্থানে।
গত বছর ঘটনাচক্রে ভালো দল গঠন ব্রাদার্সের। যদিও সে অর্ধে রেজাল্ট হয়নি। এবারো বেশ ভালো দল। প্রথম ম্যাচে হারের পর কাল তাদের পূর্ণ ৩ পয়েন্ট অর্জন। ৪ মিনিটেই নেপালি ফুটবলার অঞ্জন বিস্তার গোলে এগিয়ে যাওয়া ব্রাদার্স ইউনিয়নের। বলের জোগানদাতা মার্কোস রুদওয়ে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে স্কোর দ্বিগুণ করেন ব্রাজিলের মার্কোস রুদওয়ে। বক্সে ডিফেন্ডার হাসান মুরাদ ফাউল করেন অঞ্জনকে। এতে স্পট কিকে মিতুলকে পরাস্ত করেন রুদওয়ে। আবাহনী ৯১ মিনিটে ব্যবধান কমায়। মোহামেডান ছেড়ে আসা মালির সোলেমান দিয়াবাতে গোল করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এতে ৩ পয়েন্ট পাওয়া জামাল ভূঁইয়াদের পয়েন্ট ৩। ব্রাদার্স এর আগে ২০১৪ সালে হারিয়েছিল আবাহনীকে।
প্রথম ম্যাচে হেরেছিল মোহামেডান। কাল সাদাকালো শিবির ১৯ মিনিটে রহিমউদ্দিনের গোলে এগিয়েও গিয়েছিল। রহমত মিয়া লম্বা থ্রো থেকে ফাঁকায় গোল রহিমউদ্দিনের। তবে বিরতির পরপরই সেই লিড আর ধরে রাখতে পারেনি আলফাজ আহমেদের দল। ৪৯ মিনিটে উগান্ডার শফিক কাগিমুর কর্নার থেকে হেডে এস এম বাবলুর গোলে সমতা আনে কোচ আসিফুজ্জামানের দল।
রহমতগঞ্জকে প্রথম ৪৫ মিনিটে আটকে রেখেছিল ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। তবে বিরতির পরপরই পুরান ঢাকার দলটি এগিয়ে যায়। ৫২ মিনিটে ঘানার ক্লেমেন্ত আডুর গোলে লিড কামাল বাবুর দলের। এরপর ৯৭ মিনিটে রাজন হালদার জয় নিশ্চিত করেন রহমতগঞ্জের।



