শোক সংবাদ : শায়েস্তা খান

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ ক্রীড়া সংগঠন প্রফেসর শায়েস্তা খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন

রেখে গেছেন।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, ঢাকা সোহরাওয়ার্দী কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা এ শিক্ষাবিদ বাংলাদেশে হ্যান্ডবল খেলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

১৯৯৪-৯৫ সালে প্রফেসর শায়েস্তা খান দশম জাতীয় হ্যান্ডবল (পুরুষ) প্রতিযোগিতায় ব্যবস্থাপনা কমিটির সম্পাদক, ১৯৯৫ সালে কমনওয়েলথ ইয়ুথ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ও ২০০০ সালে ষষ্ঠ এশিয়া জুনিয়র মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। খেলাধুলার উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে ক্রীড়া সংগঠক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন প্রফেসর শায়েস্তা খান। ১৯৬৭ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন শায়েস্তা খান। ১৯৬৮-১৯৮৪ সাল পর্যন্ত প্রফেসর শায়েস্তা খান কুমিল্লা শিক্ষা বোর্ডের ক্রীড়া কমিটির সদস্য ছিলেন। ১৯৯০ সাল থেকে আমৃত্যু তিনি চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশন, হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনসহ হ্যান্ডবল পরিবারের সর্বস্তরের সংগঠক, প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড় ও ক্রীড়ামোদিরা গভীরভাবে মর্মাহত ও শোকহত। একই সাথে সবাই তার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।