বিবিসি
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। এতে বিমানবন্দরের দুই গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৯৭৮৮ উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি নিরাপত্তা টহল গাড়ির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের সময় গাড়িটি রানওয়ের পাশে অবস্থান করছিল। উড়োজাহাজটি বেড়া ভেঙে গাড়িটিকে সাগরে ঠেলে দেয়। গাড়িতে থাকা দুই কর্মীকে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে মারা যান। তাদের বয়স যথাক্রমে ৩০ ও ৪১ বছর।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্টিভেন ইয়ু সিউ-চাং জানান, দুর্ঘটনার সময় আবহাওয়া উড়োজাহাজ পরিচালনার জন্য উপযোগী ছিল এবং অন্য কোনো ফ্লাইটের ওপর এর প্রভাব পড়েনি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা টহল গাড়িটি ঠিক সেই সময় রানওয়ের পাশে ছিল, এবং সংঘর্ষের ফলে সেটি সাগরে পড়ে যায়।’



