আমরা সব কল্যাণের সাথে থাকি, অকল্যাণগুলো পরিহার করি : ইআবি ভিসি

Printed Edition
শেরপুর (বগুড়া) পল্লী উন্নয়ন একাডেমিতে ৪১৬তম স্কাউটিং-বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শামছুল আলম : নয়া দিগন্ত
শেরপুর (বগুড়া) পল্লী উন্নয়ন একাডেমিতে ৪১৬তম স্কাউটিং-বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: শামছুল আলম : নয়া দিগন্ত

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

আদর্শ মানুষ ও সুনাগরিক তৈরিতে স্কাউটের ভূমিকা অনেক। যারা স্কাউটিংয়ে জড়িয়ে থাকে তারা যেমন নিজেকে তৈরি করতে পারে, তেমনি দেশের সেবায় সবার আগে এগিয়ে আসে। কিন্তু স্কুল-কলেজের তুলনায় মাদরাসাগুলো স্কাউটিংয়ে পিছিয়ে রয়েছে। আশাকরি আপনারা এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে মাদরাসাগুলোতে রোভার স্কাউটিং আরো জোরদার হবে। আসুন আমরা সবাই কল্যাণের সাথে থাকি আর অকল্যাণগুলো পরিহার করি। স্কাউটিংবিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরি উক্ত কথাগুলো বলেন ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: শামছূল আলম।

গতকাল শনিবার আরডিএ মিলনায়তনে ইসলামী আরবী বিশ^বিদ্যালয়েরপ্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ৪১৬তম স্কাউটিংবিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সম্পাদক ও (মাধ্যমিক) মাউশি পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রুমি কিসলু, ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান, শফিকুল ইসলাম। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন মজিবুর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার মো: আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের বগুড়া জেলা কমিশনার সাইদুজ্জামান, সম্পাদক আতিকুল আলম, মহাস্থান শাহ সুলতার বলখী রহ: কামিল মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেরপুর শহীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমান ও উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী প্রমুখ।

ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী ও রংপুর বিভাগের ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেন।