আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের গোহাট জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ভ্রাম্যমাণ আদালত এ চাল জব্দ করেন। পাশাপাশি সরকারি চাল রাখা ঘরটিও সিলগালা করে দেয়া হয়েছে।
জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে নি¤œ আয়ের প্রতি পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। চলতি আগস্ট মাসের চাল বিক্রয় শেষ পর্যায় থাকলেও ডিলার আব্দুস সাত্তার সরকার ভোক্তাদের চালের পরিবর্তে টাকা দিয়ে সেই চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা সেখানে অভিযান পরিচালনা করেন।



