নয়া দিগন্ত ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর দলীয় মনোনয়নপ্রাপ্ত নেতাদের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় এবং গোপালগঞ্জের কোটালীপাড়া দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
বগুড়া অফিস জানায়, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন পাওয়ায় সোমবার রাতে শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদশা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা বগুড়াবাসীর জন্য আনন্দের সংবাদ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে পৌর মার্কেটে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সভাপতিত্ব করেন।
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণা করায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু ও সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, পৌর আহ্বায়ক মনজুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন প্রমুখ।



