বিএনপির এমপি প্রার্থী ঘোষণার পর বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া

মনোনয়নপ্রাপ্তদের আনন্দ মিছিল

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর দলীয় মনোনয়নপ্রাপ্ত নেতাদের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় এবং গোপালগঞ্জের কোটালীপাড়া দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

বগুড়া অফিস জানায়, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন পাওয়ায় সোমবার রাতে শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদশা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা বগুড়াবাসীর জন্য আনন্দের সংবাদ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে পৌর মার্কেটে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সভাপতিত্ব করেন।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণা করায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু ও সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, পৌর আহ্বায়ক মনজুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন প্রমুখ।